আমি Toshiba ল্যাপটপ use করি। আমার ল্যাপটপ এ আগে থেকে উইন্ডোজ৮.১ দেয়া আছে। আমি এখন উইন্ডোজ৮.১ change করে উইন্ডোজ৭ setup দিতে চাঁই। কিন্তু পারতেছিনে ক্ারন যখন উইন্ডোজ৭ ছুড দিয়ে setup দিতে চাঁই তখন ফরমেট অপশন টিই খুজে পাচ্ছি না। Rঁ উইন্ডোজ৭ setup দিতে পারছিনা..ভাই plz একটু হেল্প করেন.. পার্লে আপনার নাম্বার টি দিয়েন
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

উইন্ডোজ এর ডিক্স প্রবেশ করি রিস্টাট দিন তার পর তার পর ডেস্ক টপে লক্ষ করুন দেখবেন Press any key হ্যাস চাপ দিন সেটাপ নিয়ে নিবে এতেও নাহলে restart দিয়ে esc/f12 বাটন চাপ দিন হয়ে যাবে।প্রয়োজনে 01613929652

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

এখনকার অনেক কম্পিউটারেই আগে থেকেই Windows 8.1 ইন্সটল করা থাকে এবং Windows Setup অপশন অফ করা থাকে। এই একই প্রবলেম আমারও হয়েছিল, পরে এক বড় ভাইয়ের কাছে গিয়ে Windows Setup অন করে নিয়েছি।

যেসব দোকানে কম্পিউটার বিক্রি করে (ডিলার হলে ভাল হয়) তাদের সাথে কথা বলেন, তারাই ভাল সমাধান দিতে পারবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

প্রথমে ল্যাপটপটি অন করুন অন করার পর আপনার উইন্ডোস ৭ এর সিডি টি সিডি রুমে প্রবেশ করান। ল্যাপটপটি রিষ্টার্ট করুন, এফ৯ বাটন প্রেস করতে থাকুন বুট অপশন আসবে,সেখানে ১মবুট ডিভাইস সিডিরুম ২য় বুট ডিভাইস হার্ডডিস্ক করে সেভ এন্ড এক্সিট করুন ল্যাপটপ আবার রির্ষ্ট্রাট নিবে এবং পর্দায় লেখা আসবে Press any key to boot form CD....এইভাবে ৫টি .(ডট) আসার পূর্বেই কীবোর্ডের যেকোন কী প্রেস করুন,আল্লাহর রহমতে নিয়ে নিবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Yeasin015

Call

নিচে দেয়া ধাপগুলো Windows 7/8 এর জন্য প্রায় একই। এখানে Windows 8.1 দেখানো হল.... 

যা দরকার.... 
১. Microsoft Windows 7/8 এর Bootable DVD (অথবা, যদি ISO ইমেজ ফাইল থাকে, তবে Pen Drive ব্যাবহার করে ইন্সটল করতে পারেন। এক্ষেত্রে Pen Drive কে Bootable করে নিতে হবে) 

২. অাপনার কম্পিউটারটি অন্তত ডুয়াল কোর প্রসেসর এবং ২জিবি RAM সমৃদ্ধ হতে হবে (যদিও এর কমেও চলবে, তবে অামি রিকমেন্ড করি না) 
-অার হ্যা, একখান DVD Drive তো থাকতেই হবে! 

চলুন শুরু করা যাক.... 
১. কম্পিউটারের পাওয়ার সুইচ অন করে কী-বোর্ড এর F2 বাটন চাপতে খাকুন (মাদারবোর্ড ভেদে এটা F10 বা F12 ও হতে পারে) 
যতক্ষন না পর্যন্ত নিচের উইন্ডোটি দেখতে পান 

image


[নতুন ল্যাপটপগুলোর এর ক্ষেত্রে এটি অন্যরকম, মানে গ্রাফিক্যাল হতে পারে। সেক্ষেত্রে নিজ বিচার বুদ্ধি দিয়ে একই কাজ করিয়ে নিতে হবে ] 

২. কী-বোর্ড এর Right Arrow Key ব্যাবহার করে Boot ট্যাবে যান। 

image



৩.এখানে CD-ROM Drive টি যদি সবার Hard Drive এর উপরে না থাকে, তবে তা সিলেক্ট করে (অাপ এন্ড ডাউন কী ব্যাবহার করে), + বাটন ব্যাবহার করে উপরে নিয়ে যান। 

image



-ঠিক এই রকম... 

image



-এর মধ্যেই DVD টি ভেতরে প্রবেশ করান। 

-CD-ROM Drive টি যদি সবার উপরে চলে এলে F10 (Save & Exit) চাপুন। Confirm এর জন্য জিজ্ঞেস করবে। OK করুন। (Restart হয়ে যাবে)। 
-

image



৪. "Press any key to boot from CD or DVD.." দেখা মাত্র কী-বোর্ডের যেকোন বাটন (Ex. Space) প্রেস করুন। 

image



-[সেটাপ স্টার্ট হবে.....] 

image



-Next এ ক্লিক করুন.... 
-"Install Now" তে ক্লিক করুন... 
-সেটাপ চলতে থাকবে.... 
-লাইসেন্স টার্ম Agree করে এগিয়ে যান.... 

৫. এখানে সাবধানে Decision নিতে হবে যে অাপনি কি করবেন! 

image


A. যদি অাগে OS দেয়া থাকে এবং অাপনি চান অাপনার ইন্সটল করা সফটওয়্যারগুলো থাকুক, তবে অাপনি OS কে অাপগ্রেড করে নিতে পারেন । সেক্ষেত্রে "Upgrade: Install Windows and keep files, and applications" এ ক্লিক করুন। 

B. যদি অাপনি ফ্রেশ ইন্সটল বা পার্টিশন করতে চান, তবে নিচের "Custom: Install Windows only (advanced)" এ ক্লিক করুন। 

৬. এখানে অারেকবার ভেবে দেখুন, যদি অাপনার PC'র শুধুমাত্র অপারেটিং সিস্টেমটির পরিবর্তন চান এবং বাকি ড্রাইভ গুলোর ডেটা অক্ষুন্ন রাখতে চান, তবে পরবর্তি (৭) ধাপে চলে যান। এ ধাপে অামরা সম্পুর্ন খালি একটি হার্ড ডিস্ক-কে পার্টিশন করব। 
[যদি অাপনার ডেটা ভর্তি (ব্যাবহৃত) হার্ডডিস্ককে পুনরায় পার্টিশন করতে চান, তবে সবগুলো ড্রাইভ এন্ট্রিকে একটা একটা করে Delete করে দিন, যতক্ষন না পর্যন্ত একক "Drive 0 Unallocated Space" (একটি হার্ডডিস্ক এর ক্ষেত্রে) অবস্থায় না অাসে। তবে অাবারও সাবধান করছিঃ এক্ষেত্রে কিন্তু অাপনার সকল ডেটা মুছে যাবে!!!] 

-New তে ক্লিক করুন- 

image



-এখানে এখানে একটু হিসাবের প্রয়োজন হবে। 
ধরুন অাপনার C: ড্রাইভ এর জন্য 50GB দিবেন। তাহলে GB কে MB তে Convert করতে হবে। য করব এভাবে- 
অামরা জানি 1GB = 1024MB 
50 X 1024 = 51200 MB 

এখানে C: ড্রাইভ তৈরী করার সময় অতিরিক্ত 350MB সাইজের একটি সিস্টম পার্টিশন তৈরী হবে। যা অাপনার দেয়া পার্টিশন সাইজ থেকে নেয়া হবে। ফলে অাপনার দেয়া 50GB কমে একটি ভগ্নাংশে চলে অাসবে। এতে কোন অসুবিধা হবে না তবে ফিগারটা দেখতে খারাপ লাগতে পারে। এটা দুর করতে C: ড্রাইভের পার্টিশন সাইজের সাথে 350MB যোগ করে দিতে হবে। ফলে নতুন সাইজটি হবে- 51200 MB + 350 MB = 51550 MB। 
[পরবর্তি ড্রাইভগুলোর জন্য কিন্ত এই অতিরিক্ত 350 MB দরকার নেই] 
-এখানে অামার ভার্চুয়াল হার্ডড্রাইভটি 50GB'র। অামি C: ড্রাইভ এ 30GB দিতে চাই, তাই অামার ক্যালকুলেশন হবে- 
30GB X 1024 + 350 MB = 31070 MB। 
-সাইজটি বক্সে বসিয়ে Apply করুন 

image



-অতিরিক্ত সিস্টেম পার্টিশন তৈরীর জন্য Confirmation চাইবে, OK করুন... 

image



-যেমনটা বলেছিলাম, অালাদা একটি সিস্টেম পার্টিশনের পাশে অাপনার পুর্ণ সাইজের ড্রাইভ 

image


-অামার পরবর্তি ড্রাইভটি হবে 10GB'র, তাই অামার 10GB'র হিসাবটি হবে- 
10GB X 1024 = 10240 GB। 

-অার শেষের ড্রাইভটি যা বাকি অাছে পুরোটাই দিয়ে দেব.... 

image



৭. C: ড্রাইভটি ফরমেট করে Next প্রেস করুন... (নতুন ক্রিয়েট করে থাকলে ফরমেট না করলেও চলবে, করলেও সমস্যা নেই) 

image




-সেটাপ চলবে.... 
-সিস্টেম অটোমেটিক্যালি রিস্টার্ট নেবে... 

image



-এবার "Press any key to boot from CD or DVD.." এর ক্ষেত্রে কিন্তু কোন বাটন প্রেস করবেন না! করলে একই কাজ অাবার শুরু করবে। যদি ভুলক্রমে প্রেস করেই থাকেন, তবে PC টা রিস্টার্ট করে দিন। 

-PC'র জন্য একটা নাম দিন.... 

image



-"Use express settings" ক্লিক করুন.... 

image



-"Create a local account" এ ক্লিক করুন... 

image



- User Name and Password দিয়ে Finish করুন.... 

image



-Voila! You are now windows 8 user!!! 

image



-Windows 8 Lock Screen 

image

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ