আমি আমার পিসিতে আগে উইন্ডোজ ৭ চালাতাম। কিন্তু উইন্ডোজে সমস্যা দেখা দেয়ার কারণে আমি নতুন করে উইন্ডোজ ৮.১ ইন্স্টল করতে চাই। আগের উইন্ডোজ সেভেন টি c দ্রাইভে ইন্স্টল করা ছিল। আমি যদি নতুন উইন্ডোজ ৮.১ টি একই দ্রাইভে ইন্স্টাল করি তা হলে আগের ইন্স্টল করা উইন্ডোজ সেভেন টি থেকে যাবে ? নাকি রিপ্লেস হয়ে যাবে ?
Share with your friends
makahjad

Call

আপনি যদি সি ড্রাইবে ইন্সটল করেন তা হলে সি ড্রাইবে নতুন উইন্ডোজ সেব হবে, পুরাতনটা চলে যাবে।

Talk Doctor Online in Bissoy App