Call

আস-সালামু-আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লহর জন্য। ছলাত ও সালাম প্রিয় নবী মুহাম্মাদ ‘সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’ এর উপর বর্ষিত হউক। আপনার অঞ্চলের পাসপোর্ট অফিসে যেতে হবে। পাসপোর্ট আবেদনের ফর্ম তুলে যথাযতভাবে পুরন করে নির্দিষ্ট সরকারী ফিস দিয়ে জমা দিয়ে পরবর্তি প্রক্রিয়াগুলো সম্পন্ন করবেন। তাহলেই আপনি একটি ডিজিটাল পাসপোর্ট পেয়ে যাবেন। পাসপোট অফিসের ওয়েব সাইট থেকেও ফর্ম ডাউনলোড করতে পারেন। ওয়ে ঠিকানা http://www.passport.gov.bd/ অনলাইনেও আবেদন করতে পারেন http://www.passport.gov.bd/Application-1.aspx হে আল্লহ, উত্তরদাতাকে ক্ষমা করুন, তার দ্বীন ও দুনিয়ার উপকারী ইলমকে বৃদ্ধি করে দিন। আমিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ