Call

বকসিস জিনিসটা হালাল, কারণ আপনার কাজের প্রতি সন্তুষ্ট হয়ে কোন ব্যাক্তি কোন টাকা পয়সা বা অন্য কোন উপহার দিলে সেটি বৈধ ও সেটি নেওয়া যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
usmanahmad

Call

বখশিশ দেয়া-গ্রহণ করা উভয়টি জায়েজ। বখশিশ ইহা

উর্দূ শব্দ,আরবিতে হাদিয়া বলে।রাসুল (সা.) থেকে হাদিয়া 

দেয়ার ব্যাপারে বহু হাদিস বিদ্যমান রয়েছে।তাই হাদিস গ্রন্থ

প্রণেতাগণ এ সম্পর্কে আলাদা অধ্যায় রচনা করেছেন।

হযরত সালমান ফারসি (রা.) হতে বর্ণিত তিনি  রাসুল (সা.) কে

হাদিয়া দিলে তিনি তা গ্রহণ করেন।

হাদিস গ্রন্থাদিততে বিদ্যমান যে,পুর্ববর্তী আসমানি কিতাবাদিতে

রাসুলের আলামত এর একটি হচ্ছে তিনি হাদিয়া গ্রহণ করবেন। 

সালমান ফারসি ও আব্দুল্লাহ ইবনে সালাম (রা.) র হাদিস

উল্লেখনীয়।

হযরত উম্মে হানী থেকে বর্ণিত রাসুল (সা.) বলেন "লাকে 

সাদাকাতুন ও লানা হাদিয়াতুন"।(মেশকাত)(সংক্ষেপিত)।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ