Unknown

Call

সাধারণ টেস্টে ভুল রেজাল্ট আসবে। কেননা HIV বেশকিছুদিন সুপ্তকাল অতিক্রম করে, তখন রক্তে এর কোনো প্রভাবই পড়েনা। এটি সক্রিয় হয়ে যখন রক্তে শ্বেতরক্তকণিকা কমিয়ে দিতে শুরু করে তখনি রক্ত পরীক্ষার মাধ্যমে এর অস্তিত্ব বোঝা যায়।

Talk Doctor Online in Bissoy App

অনেক সময় HIV ১০ বছর পর্যন্ত সুপ্তাবস্থায় থাকত‌ে পার‌ে কিন্তু HIV infected হবার পর টেষ্ট করালে সেটা ধরা পড়বে। এখানে ১০ বছর পর্যন্ত সুপ্তাবস্থায় থাকতে পারে মানে HIV infected হবার পরও একজন মানুষ ১০ বছর পর্যন্ত কোন সমস্যা ছাড়াই স্বাভাবিক জীবন-যাপন করতে পারেন কিন্তু টেষ্ট করলে ঠিকই HIV positive হবে। তবে অনেক ক্ষেত্রে দুই-তিন মাস পর ধরা পরে। 

Talk Doctor Online in Bissoy App