Minka

Call

এস এস সি পাশ করার পর একটা ভাল কলেজে ভর্তি হবে | তারপর ভাল ভাবে পাশ করতে হবে, যদি এ প্লাস পাও তাহলে আরো ভালো | এরপর বুয়েট, রুয়েট, চুয়েট এ ভর্তির জন্য কোচিং করবে | কোচিং করার পর যখন ভর্তির আবেদন শুরু হবে তখন আবেদন ফরম পূরন করবে, ভর্তি পরীক্ষা দিবে | যদি পরীক্ষা দিয়ে মেধায় চান্স পাও তাহলে ভর্তি হতে পারবে |

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
provati

Call

ভাল কোন পলিটেকনিকে ভর্তি হওয়ার জন্য প্রয়োজনে কোচিং করতে হবে।বাংলাদেশে অনেক ভাল সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান রয়েছে।যাচাই করে পছন্দের কলেজে এ্যাডমিশন দিবেন ।যদি টিকে থাকেন তো হয়েই গেল।এখন খরচ,যদি আপনি সরকারীতে চান্জ পান তাহলে দুই লাখ থেকে আড়াই লাখ টাকার মধ্যেই হবে।আয যদি বেসরকারীতে চান্জ নেন তাহলে প্রায় কুড়ি থেকে পচিশঁ লাখ টাকা খরচ হবে।সময় টোটালে তিন বছরের কম না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ