Call

হাকাম ইবনু নাফি- (হা) আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিত। তিনি বলেন আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছিঃ আল্লাহ রহমত একশ ভাগে ভাগ করেছেন। তার মধ্যে নিরানব্বই ভাগ তিনি নিজের কাছে রেখে দিয়েছেন। আর একভাগ নাযিল করেছেন। ঐ একভাগের কারনেই সৃষ্ট জগত একে অন্যের উপর দয়া করে। এমনকি ঘোড়া তার বাচ্চার উপর থেকে পা তুলে নেয় এ ভয়ে যে, সে ব্যথা পাবে। [সহীহ বুখারী (ইফাঃ), অধ্যায়ঃ আচার ব্যবহার, হাদিস নং - ৫৫৭৪] হারামালা ইবনু ইয়াহইয়া (রহঃ) আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) -কে এ কথা বলতে শুনেছি যে, আল্লাহ তাঁর রহমতকে একশ--ভাগ করে নিরানব্বই ভাগ নিজের নিকট রেখেছেন এবং একভাগ পৃথিবীতে নাযিল করেছেন। রহমতের এ অংশ থেকেই সৃষ্টজীব পরস্পর একে অন্যের প্রতি দয়া করে, এমনকি প্রানী পর্যন্ত; এ কারণেই স্বীয় ক্ষুর নিজ সন্তানাদির গায়ে লাগবে, এ ভয়ে তা উঠিয়ে নেয়। [সহীহ মুসলিম (ইফাঃ), অধ্যায়ঃ তাওবা, হাদিস নং - ৬৭১৯] মুহাম্মাদ ইবনু আবদুল্লাহ ইবনু নুমায়র আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ আল্লাহর একশ- ভাগ রহমত আছে। তন্মধ্যে একভাগ রহমত জ্বীন, ইনসান, চতুস্পদজন্তু ও কীট-পতঙ্গের মাঝে বন্টন করে দিয়েছেন। এ এক ভাগ রহমতের কারণেই সৃষ্ট জীব পরস্পর একে অপরের প্রতি অনুগ্রহ করে এবং এ এক ভাগ রহমতের ভিত্তিতেই বন্য পশু নিজ সন্তানের প্রতি অনুগ্রহ ও অনুকম্পা প্রদর্শন করে। মহান আল্লাহ তার একশ ভাগ রহমতের নিরানব্বই ভাগ রহমত নিজের নিকট রেখে দিয়েছেন। এর দ্বারা তিনি কিয়ামতের দিন স্বীয় বান্দাদের প্রতি অনুগ্রহ প্রদর্শন করবেন। [সহীহ মুসলিম (ইফাঃ), অধ্যায়ঃ তাওবা, হাদিস নং - ৬৭২১] আবূ হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ তা'আলা একশত রহমাত সৃষ্টি করেছেন, তা হতে কেবল একটি রহমাত তার সৃষ্টিকুলের মাঝে রেখেছেন, তার মাধ্যমে তারা একে অপরের প্রতি দয়া ও অনুকম্পা প্রদর্শন করে। আর বাকি নিরানব্বইটি রহমাত আল্লাহ তা'আলার নিকট রয়েছে। [সূনান আত তিরমিজী (পাবলিশারঃ হুসাইন আল-মাদানী), অধ্যায়ঃ দু'আসমূহ , হাদিস নং - ৩৫৪১]

Talk Doctor Online in Bissoy App