শেয়ার করুন বন্ধুর সাথে
Call

শুরুতেই বলছি "আল্লাহর" নামে কেউ নাম রাখে না। বরং আল্লাহর নামের সাথে অন্য একটি "সঠিক" অর্থবোধক নাম মিলিয়ে রাখতে হবে / সবাই রাখে। এখানে আরেকটি বিষয় স্মর্তব্যঃ "আল্লাহর নাম সরাসরিই যদি কেউ রাখে তবে তা জায়েজ নেই। বরং তাঁর জালালী নামগুলোর শুরুতে "আবদুন" শব্দ যোগ করতে হয়। যার অর্থ হচ্ছে "দাস" বা "গোলাম"। যেমন আব্দুর রহমান, আব্দুল হাই, আব্দুল গফফার, আব্দুল গফুর ইত্যাদি। সুতরাং কেউ যদি শুধু "হাই" / "গফফার" / "গফুর" / "কাদির" / "মুক্তাদির" বলে ডাকে তবে তা ঠিক নয়। অনেক উলামা একে গোণাহ বলেছেন। সুতরাং "আল্লাহর" নামের শুরুতে "আবদুন" যোগ করে নাম রখতে হবে পুরুষের। আর আল্লহর নামের সাথে মিলিয়ে যদি কোন মহিলার নাম রাখতে চায় তবে "আল্লাহর" নামের শুরুতে "আবদুন" শব্দটি তো যোগ করবেই। সাথে সাথে আবদুন শব্দের পূর্বে "উম্মে" শব্দটিকে যোগ করতে হবে। তাহলেই তা মহিলার নাম হবে এবং এ উসিলায় সে আল্লাহর নামের বরকতও লাভ করবে। উল্লেখ্যঃ- "উম্মে" শব্দের অর্থ হল "মা" অর্থ্যাৎ "মাতা"। সুতরাং "উম্মে আব্দুল হাই" "উম্মে আব্দুর রহমান" এভাবে রাখা নামগুলোর অর্থ হবে--- "চিরঞ্জীবী আল্লাহর গোলামের মাতা"। "রহমানের গোলামের মাতা"। ইত্যাদি। সুতরাং এভাবে আল্লাহর নামের সাথে নাম মিলিয়ে মহিলারদের নামও রাখা যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ