আমার samsung galaxy y ফোন,,, এ ফোনে অনেক apps ইনস্টল হয়না।।। কেন হয় না আর কি তার প্রতিকার??
Share with your friends
Unknown

Call

আপনার র‍্যাম ও ইন্টার্নাল স্টোরেজ এ জায়গা না থাকলে অ্যাপ ইন্সটল হবেনা। এক্ষেত্রে কিছু অ্যাপ ডিলিট করলে নতুন অ্যাপ ইন্সটল করা যাবে। আপনি ইন্সটল করার সময় কি নোটিফিকেশন দেখায় সেটা বললে আরও ক্লিয়ার উত্তর দিতে পারতাম..!!

Talk Doctor Online in Bissoy App

'Samsung Galaxy Y' এর এন্ড্রয়েড ভার্সন অনেক পুরনো। অনেক এন্ড্রয়েড আপ্লিকেশন আছে যেগুলো শুধু আপডেট ভার্সন, যেমন_ 'জেলিবিন', 'কিটক্যাট' বা 'ললিপপ' ভার্সনের জন্য তৈরি হয়েছে ; এগুলো 'Samsung Galaxy Y' এ ইন্সটল হবে না। আর ফোন স্টোরেজ ও র‍্যাম স্টোরেজ পর্যাপ্ত না থাকলেও এমনটি হতে পারে। ধন্যবাদ।

Talk Doctor Online in Bissoy App

যদি লেখা উঠে apk not installed তাহলে যেটা ইন্সটল হয়না সেটা ইনস্টল দিন।লেখা উঠবে apk not installed। এবার নিচের যেকোনো একটি ফাইল মেনেজারে ঢুকুন ১es file E-pro manager. 2,root browser 3,solid explorer 4,fx এবার যেখানে যাবেন data>data>এবার যেটা ইন্সটল দেওয়ার চেষ্টা করেছিল্লেন সেটার ডাটা মুছে ফেলুন।(ওখানেই থাকবে) এবার ইন্সটল হবেই।

Talk Doctor Online in Bissoy App