MituShaleh

Call

পৃথিবীতে তো অনেক ধর্ম তবে মৃত্যুর পরে সব ধর্মের মানুষই কি জান্নাতে যাবে? স্বাভাবিকভাবেই মনের মধ্যে এই প্রশ্ন জাগতে পারে। এর উত্তর পবিত্র কোরআনে সয়ং আল্লাহ রাব্বুল আল-আমীন নিজেই দিয়েছেন। পবিত্র কোরআনে সূরা নিসার ১১৬ ও ১২১ নং আয়াতে আল্লাহ তায়ালা বলেছেন, আমার (আল্লাহ) কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। সুতরাং ইসলাম ধর্মের বাইরে যারা অন্যান্য ধর্মের অনুসারী রয়েছেন তারা কখনোই জান্নাতে যাবে না। কারণ জান্নাতে যাওয়ার প্রধানশর্ত সর্বপ্রথমে তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। – সূরা নিসা: ১১৬, ১২১, সূরা আ‘রাফ: ৫, ৩৯, ৪০, মুসলিম শরীফ: ১/৭২, ৭৪, ৮৬, কিফায়াতুল মুফতী: ১/৩৯।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

পবিএ কোর্আন এ স্পষ্ট বলা রয়েছে যে হযরত মুহাম্মদ (স) এর আগে আল্লাহ তালার দেয়া ধর্ম তাওরাত , যাবুর , ইন্জিল এর ধর্মালম্বিরা জান্নাত এ যেতে পারবেন । কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত হবার পর শুধুমাএ মুসলমান জিন এবং ইনসান ছাড়া আর কেও জান্নাতে প্রবেশ করতে পারবে না ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ