শেয়ার করুন বন্ধুর সাথে
Call

বিয়ের ক্ষেত্রে ভারতীয় উপমহাদেশে বরের চেয়ে কনে বয়সে ছোট হয়ে থাকে। কিন্তু বিভিন্ন সময়ই এ অঘোষিত নিয়মের ব্যতিক্রম দেখা যায়। অনেকেই বিয়ে করেন তার চেয়ে বয়সে বড় কনেকে। এ ক্ষেত্রে পিছিয়ে নেই বলিউড তারাকারাও। স্ত্রীর চেয়ে বয়সে ছোট এমনই ক'জন বলিউড তারকা সম্পর্কে জেনে নিই- অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই: সালমান খান এবং বিবেক ওবরয় সঙ্গে ভালবাসার বন্ধন ছিন্ন করার পর অভিষেকের সঙ্গেই প্রেমের ভেলায় ভাসেন ঐশ্বরিয়া রায় বচ্চন। বেশি দেরি না করে বিয়ের পর্বটাও সেরে ফেলেন তারা। অভিষেক বচ্চন দুই বছরের ছোট ছিলেন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই এর থেকে। বর্তমানে মেয়ে আরাধ্যাকে নিয়ে বেশ সুখেই সংসার করছেন তারা। অর্জুন রামপাল-মেহের রামপাল: মডেলিং করতে গিয়েই পরিচিত হয়েছেন অর্জুন আর মেহের। এরপর আর বেশি সময় লাগে নি তাদের বিয়ের পিঁড়িতে বসতে। ১৯৯৮ সালে অর্জুন বিয়ে করেন তার থেকে ২ বছরের বড় মেহেরকে। এদের ঘরে রয়েছে দুই সন্তান। কিন্তু দুঃখের বিষয় কিছু দিন আগেই তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। ফারহান আখতার ও অধুনা: অধুনার সঙ্গে ফারহানের পরিচয় হয় দিল চাহতা হ্যায় ছবির স্ক্রিপ্ট লেখার সময়। অধুনার চাইতে ৬ বছরের ছোট ফারহান ২০০০ সালে তার ভালোবাসাকে বিয়ের রুপ দেন। বর্তমানে দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে বেশ সুখেই আছেন এ দম্পতি। সাইফ আলী খান- অমৃতা সিং: অমৃতার চেয়ে ১৬ বছরের ছোট ছিলেন সাইফ আলী খান। তারপরও ভালবাসায় অন্ধ হয়ে বিয়ে করেছিলেন তারা। তাদের ঘরে রয়েছে দুটি সন্তান। অবশ্য অমৃতার সঙ্গে বিবাহ বিচ্ছেদ করে কারিনা কাপুরকে বিয়ে করে বেশ সুখেই আছেন সাইফ। শিল্পা শেঠী ও রাজ কুন্দ্রা: শিল্পাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলন শিল্পার চাইতে মাত্র তিন মাসের ছোট রাজ কুন্দ্রা। আর সেই ভালোবাসার পরিণতি দিতেই ২০০৯ সালে শিল্পার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। তাদের ঘরে রয়েছেন এক সন্তান। শিরিশ কুন্দার ও ফারাহ খান: বলিউডের এই জুটিটি একে অন্যের সাথে পরিচিত হন ‘ম্যায় হু না’র সেটে। সেখানে ফারাহ খান পরিচালিত ছবিটির ফিল্ম এডিটর হিসেবে কাজ করছিলেন শিরিশ। সেখানেই তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে এবং একটা সময় সেটা গিয়ে দাড়ায় ভালোবাসায়। ৮ বছরের ছোট শিরিশকে বিয়ে করতে গিয়ে ছবির জগতে বেশ সমালোচনার মুখোমুখি হতে হয় ফারাহ খানকে। তাদের ঘরে রয়েছে যমজ সন্তান।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ