আমি একটি এড নেটওয়ার্ক গড়ে তুলতে চাইছি । কিন্তু প্রথম , তাই ফ্রি হোস্টিং এবং ফ্রি ডোমেইনে কাজ চালাতে চাইছি। এবং একটা ফ্রি স্ক্রিপ্ট ডাউনলোড করে সেটাকে মোডিফাই করি । এবং cpanel >import website এ গিয়ে পুরো ওয়েবসাইটের জিপ ফাইলটি আপলোড করি ॥ কিন্তু যখন ওয়েবসাইট ভিজিট করি তখন এই রকম ইরোর মেসেজ দেখায় "warning access denied for user u15464276_ad@localhost এবং আরো অনেক কিছু। .sql এবং connect.php তে দেয়া ইউজার নেম ও পাসওয়ার্ডে কোন ভুল ছিল না। এখন কি করব? অনেকেই তো ফ্রি ডোমেইন ও ফ্রি হোস্টিংয়ে এড নেটওয়ার্ক চালাচ্ছে তাই আমি আপনাদের কাছে সাহায্য চাইছি!
Share with your friends
AAShemul

Call

সিপ্যানেল হোষ্টিং ছাড়া(যেমন: SHostBD.Com , Eicra.com etc) অন্য ফ্রী হোষ্টিং গুলোতে mysql সার্ভার লোকালহোষ্ট না। লোকালহোষ্টের বদলে যেখান থেকে হোষ্ট নিয়েছেন সেখানের ডেটাবেজ সেকশনে গেলেই হোষ্টনেম পাবেন।

Talk Doctor Online in Bissoy App