অনেকেই হয়তোবা সাইটম্যাপ এর নাম শুনেছেন। বিশেষ করে যারা ওয়েবসাইট ডিজাইন বা ওয়েবসাইট ব্যবহার করেন তাদের এ নামটি পরিচিত মনে হতে পারে। তবে অনেকেই জানেন না এটা আসলে কি বা কেনই বা এর প্রয়োজন। তাই আমিও জানতে চাই আসলেই সাইটম্যাপ কি?
শেয়ার করুন বন্ধুর সাথে
avir

Call

সাইটম্যাপ একটি মাধ্যম যার মধ্যে একটি ওয়েবসাইটের সকল পেজ এর লিংক দেয়া থাকে। সাইটম্যাপ এর শর্ত অনুযায়ী একটি ওয়েবসাইটের সকল পেজ লিংক সাইটম্যাপ এ অন্তর্ভুক্ত থাকে। যা ব্যবহার করে একটি ওয়েবসাইটের সকল লিংক গুগল পেয়ে যায় যার অনেকগুলো হয়তো সাধারণ ক্রাউল এর সময় গুগল খুঁজে পায়না। তাই সাইটম্যাপ গুগলকে সাহায্য করে সকল লিংকসমূহ ক্রাউল করতে এবং তা গুগল সার্চ এ দেখাতে বিস্তারিত : http://www.social-peek.com/Keywords/সাইটম্যাপ https://www.amarblog.com/hasan889/posts/66521

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ