এটা ভুল লিখা হয়, কথাটা হবে, বাংলাদেশের ক্ষেত্রফল ১,৪৭,৫৭০ ব.কি.মি। ইংরেজিতে কিন্তু সঠিকটাই লিখা হয়, The area of Bangladesh is 1,47,570 sq.k.m.

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

দুঃখিত, আপনার জানায় কিছুটা ভুল আছে। আসলে ঘনবস্তুর আয়তনের একক হলো ঘন একক। যেমন একটি ইটের আয়তন বলতে গেলে বলতে হবে এত ঘন একক। কিন্তু একটি দেশ হলো একটি ভূখণ্ড। স্বভাবতই এটি ঘনবস্তু নয়, কারণ এর দৈর্ঘ্য প্রস্থ নির্দিষ্ট করা আছে কিন্তু উচ্চতা নির্ধারিত নেই। সুতরাং একটি দেশের আয়তন নির্ধারণ করতে গেলে আপনাকে ভূখণ্ডটির দ্বিমাত্রিক হিসাব করতে হবে, অর্থাৎ চতুর্ভুজ ধরে নিয়ে হিসেব করতে হবে। আর সেজন্যই একে বর্গ একক ধরা হয়, ঘন একক নয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ