শেয়ার করুন বন্ধুর সাথে

ইসলামের দৃষ্টিতে পর্ণগ্রাফী দেখা হারাম এবং গুনাহর কাজ। চাই তা পত্রিকা, ম্যাগাজিন, টেলিভিশন, সিডি বা অন্য কোন পন্থায় হোক না কেন। বিশেষ করে কেউ যদি এ সব দেখাতে অভ্যস্ত হয়ে যায় তবে তার ভয়াবহতা আরও মারাত্মক ভয়ংকর। নি:সন্দেহে তা চোখের জিনার অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলইহি ওয়া সাল্লাম বলেন: ﻓﺰﻧﺎ ﺍﻟﻌﻴﻨﻴﻦ ﺍﻟﻨﻈﺮ , ﻭﺯﻧﺎ ﺍﻟﻠﺴﺎﻥ ﺍﻟﻨﻄﻖ , ﻭﺍﻟﻨﻔﺲ ﺗﻤﻨﻰ , ﻭﺗﺸﺘﻬﻲ , ﻭﺍﻟﻔﺮﺝ ﻳﺼﺪﻕ ﺫﻟﻚ ﺃﻭ ﻳﻜﺬﺑﻪ ( ﻣﺘﻔﻖ ﻋﻠﻴﻪ. “চোখের যিনা হলা (বেগানা নারী বা তার ছবি, ভিডিও ইত্যাদি) দেখা, জিহ্বার জিনা হল, (বেগানা নারীর সাথে যৌন সংক্রান্ত) কথা বলা, মানুষের মনে কামনা ও বাসনার উদ্রেক হয় কিন্তু তার লজ্জা স্থান সেই কামনা-বাসনাকে সত্য বা মিথ্যায় পরিণত করে।” (বুখারী ও মুসলিম) তারা এ সব দেখে তারা দৌহিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্থ হয়। তাদের ব্যভিচারে জড়িয়ে পড়ার আশংকা সৃষ্টি হয়, ধীরে ধীরে চারিত্রিক অধ:পতন দেখা দেয়,বিকৃত স্বভাব্ জন্ম নেয়, লজ্জা-শরম কমে যায়, ইভটিজিং বৃদ্ধি পায়,আত্মমর্যাদা ও ব্যক্তিত্ব বোধ কমে যায়, স্বামী-স্ত্রীর মাঝে মনমালিন্য সৃষ্টি হয়। সর্বোপরি,আল্লাহ তায়ালার সাথে সম্পর্ক দুর্বল হয়ে যায়। এমন হাজারো সমস্যা ও ফিতনা-ফ্যাসাদ তৈরি হয়। তাই মুসলমানদের জন্য পর্ণগ্রাফী সহ সকল হারাম জিনিস দেখা থেকে বিরত থাকা অপরিহার্য। আল্লাহ তায়ালা বলেন: ( ﻗُﻞْ ﻟِﻠْﻤُﺆْﻣِﻨِﻴﻦَ ﻳَﻐُﻀُّﻮﺍ ﻣِﻦْ ﺃَﺑْﺼَﺎﺭِﻫِﻢْ ﻭَﻳَﺤْﻔَﻈُﻮﺍ ﻓُﺮُﻭﺟَﻬُﻢْ ﺫَﻟِﻚَ ﺃَﺯْﻛَﻰ ﻟَﻬُﻢْ ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﺧَﺒِﻴﺮٌ ﺑِﻤَﺎ ﻳَﺼْﻨَﻌُﻮﻥَ ]ﺍﻟﻨﻮﺭ30/ ]). “মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন।” (সূরা নূর:৩০)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ