শেয়ার করুন বন্ধুর সাথে
Call

‘আয়েশাহ্ (রা) থেকে বর্ণিত একটি হাদিস, যাতে তিনি বলেন: আল্লাহর রাসূল ( ﷺ ) বলেছেন: দশটি কাজ প্রকৃতির অন্তর্গত [অর্থাৎ, মানুষের স্বভাবগত আচরণ]। গোঁফ ছেঁটে রাখা, দাড়ি লম্বা করা, মিসওয়াক করা, পানি দিয়ে নাক পরিষ্কার করা, নখ কাটা, আঙ্গুলের গিরাগুলো ঘষে-মেজে ধৌত করা, বগলের লোম তুলে ফেলা, নাভীর নিচের লোম চেঁছে ফেলা এবং মলমুত্র ত্যাগের পর পানি ব্যবহার করে নিজেকে পরিষ্কার করা।” যাকারিয়্যা বলেন: মুস’আব বলেছেন: আর আমি দশ নম্বরটি ভুলে গেছি। তবে ওটা পানি দিয়ে কুলি (মুখ পরিষ্কার) করা হতে পারে। হাদিসটি মুসলিম (২৬১) সংকলন করেছেন। তবে মহিলাদের ক্ষেত্রে যেহেতু ব্লেড বা ক্ষুর দ্বারা গোপনাঙ্গের লোম পরিস্কার করা কঠিন, তাই তাদের জন্য হেয়ার রিমুভার জাতীয় ক্যামিক্যাল দ্বারা লোম পরিস্কার করাতে শরীয়তের কোন বাধা নেই। এ ধরনের ক্যামিক্যাল সর্বপ্রথম সুলায়মান (আঃ) রানী বিলকিসের জন্য তৈরী করে ছিলেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ