বিস্তারিত জানতে চাই ।
শেয়ার করুন বন্ধুর সাথে
Unknown

Call

ত্বক কালো বা ফর্সা হওয়ার জন্য মেলালিন নামক এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ দায়ী। যাদের দেহে মেলালিন বেশী তারা কালো চামড়ার আর মেলালিন কম থাকলে সাদা চামড়ার হয়। সূর্যের আলোতে মেলালিন অধিক সক্রিয় হয়ে উঠে, তাই রোদে গেলে মানুষকে আরও কালো দেখায়। এছাড়া ত্বকে অত্যাধিক মৃত কোষ সৃষ্টি হলেও ত্বকের উজ্জ্বলতা চলে যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

মানুষের দেহের চামড়ার নিচে মেলানিন নামক একধরনের বর্ণকোষ থাকে । এটির পরিমাণের তারতম্যের জন্য দেহের চামড়ার রঙ কালো বা ফর্সা হয়ে থাকে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ