প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। যারা মুসলিম তারা খতনা করে থাকে প্রধানত দুটি কারণে এক.তাদের ধর্মীয় রীতী মেনে। দুই.তাদের শারীরিক সুস্থা বজায় রাখার জন্য কেননা চিকিৎসা বিদ্যা অনুযায়ী খতনা দ্বারা অনেক শারীরিক উপকার সাধিত হয়ে থাকে। এখন আপনার উত্তরে আসি আপনি চারটি প্রশ্ন করেছেন ১,আমি হিন্দু ২,পেনিসের অগ্রভাগে সমস্যা ৩,বয়স ১৯ ৪,খতনা করতে পারব কি *বর্তমানে দেখা যাচ্ছে যে খতনা মুসলিমদের ধর্মীয় একটি রীতি হলেও ভিন্ন ধর্মীয়বলীরা তা করছে সেই কারণে আপনেও তা করতে পারবেন কেননা আপনে তা ধর্মীয় রীতি পালনের জন্য নয় করছেন না বরং শারীরিক সুস্থতার জন্য করছেন কিন্তু এখানে বয়স একটু বেশি হওয়ায় আপনে অন্য কিছু ভাবছেন বর্তমানে ২০+ বয়সের লোকেরাও খতনা করাচ্ছে।পরিশেষে বলি পেনিসের অগ্রভাগের সমস্যার জন্য যৌন চিকিৎসক এর কাছ থেকে চিকিৎসা গ্রহন করুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খতনা সম্পুন্ন করে ফেলুন। ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ