আমি মরিচ কাটার পর প্রচুর হাত জ্বালা করতেছে, এখন কি করলে এই হাতের জ্বালা ভালো হবে? জানাবেন প্লিজ।
শেয়ার করুন বন্ধুর সাথে
Unknown

Call

হাতে ভেজিটেবল অয়েল বা অন্য কোন তেল মাখুন। অথবা দুধ কিংবা লবনও মাখতে পারেন। স্পর্শকাতর ত্বকে লবন ব্যাবহার করা উচিত নয়

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

কিচ্ছু করার দরকার নাই । ঠান্ডা পানিতে শুধু হাত দুটো চুবিয়ে রাখুন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি হাতে ঠান্ডা দুধের সর বা টক দই লাগাতে পারেন। তাত্ক্ষণিক জ্বালা জমে যাবে। অথবা ঠান্ডা দুধ ঠান্ডা পানির সাথে মিলিয়ে হাত ধুয়ে নিন। ভিনেগার. লেবুর রস আর পানি একসাথে মিশিয়ে বরফ করে রাখতে পারেন l এরকম সমস্যাতে পড়লে ওই বরফ হাতে ঘষলে কাজে দিবে (এমনকি এই বরফটি ঘষলে হাত থেকে মাছের আশটে গন্ধও দূর হয়ে যায় ) l পেট্রোলিয়াম জেলী এমং অলিভ ওয়েল হাতে মাখলেও হাতের জ্বলুনি কমে যাবে l বেকিং পাউডার পানিতে গুলে মিশ্রণটি হাতে লাগাতে পারেন, উপকার পাবেন। মরিচ কাঁটার বা বাটার পর হাত জ্বললে সুবিধামত এগুলোর যে কোনো একটা উপায় কাজে লাগাতে পারেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ