শেয়ার করুন বন্ধুর সাথে
Unknown

Call

যারা সালাতে রফল ইয়াদান করে তাদের রফাদান বলে। রফল ইয়াদান হলো রুকুতে ও সিজদায় যাওয়ার আগে হাত পুনরায় কানে উঠানো। এটা হানাফি মাজহাবে অন্তর্ভুক্ত নয়। শাফেয়ী মাজহাবে এটা প্রচলিত। আহলে হাদীসরাও এটা করে থাকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

রফে-ইয়াদাইন এটা আরবী শব্দ,আর এখানে দুটি শব্দ, 1.রফে ( رفع ) অর্থ উপরে করা,উচু করা৷ 2.ইয়াদাইন (يدين) এটা (يد হাত) এর দ্বিবচন,অর্থ হল হাতদ্বয়৷ আর রফে ইয়াদাইন শব্দের অর্থ হল: হাত উপরে করা৷ রফে ইয়াদাইন বলা হয়:- নামাজের মধ্যে রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে উঠার পর হাত উপরে করা৷ আর এটা আহলে হাদীস নামক এক দল করে থাকে, আর যারা শা'ফী মযহাবের অনুসারী তারাও করে থাকে৷ তবে আহলে হাদীসরা শ'ফী মযহাবের অনুসারী নয়৷ আর যারা হানফী মযহাবের অনুসারী তারা এটা করেনা৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ