শেয়ার করুন বন্ধুর সাথে
Call

সাপ মারলে সওয়াব হয়, এ কথার কোন ভিত্তি নেই। অকারণে কোন প্রাণী হত্যা বা গাছপালা বিনষ্ট করা ইসলামে নিষিদ্ধ। তবে মানুষের অপকার বা ক্ষতি সাধন করে এমন প্রাণী, গাছপালা নিধনে কোন বাধা নেই। যেমন রাসূল (ছাঃ) সাপ নিধনকে উম্মতের জন্য সিদ্ধ করেছেন। কেননা তা মানুষের জন্য ক্ষতিকর। রাসূল (ছাঃ) বলেন, মুহরিম বা হালাল সর্বাবস্থায় পাঁচটি প্রাণী হত্যায় কোন দোষ নেই, সেগুলো হ’ল- সাপ, কাক, ইঁদুর, পাগলা কুকুর ও চিল (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/২৬৯৯) । কোন কোন রেওয়ায়েতে সাপের পরিবর্তে বিচ্ছুর কথা উল্লেখ রয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ