Call

ছহি সীজদাহ দিতে হবে ।এছারাও ভালো ইমামের সাথে আলাপ করে নিবেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
ShiponChy

Call

যদি ভূলক্রমে ৪ রাকাত নামাজের ২য় রাকাতে সিজদার পর না বসে, উঠে দাড়ান.... তাহলে তৃতীয় রাকাতে এসে সেই বৈঠকটি আদায় করতে হবে। এবং চতুর্থ রাকাতের বৈঠকে আত্তাহিয়াতু পড়ার পর, নামাজের অই অংশের ভুলের কারণে সিজদায়ে সাহু/ সহি সিজদা দিতে হবে। এরজন্য প্রথমে আপনার ডানদিকে সালাম ফিরাবেন, তারপর ২টি সিজদা আদায় করবেন। এরপর নিয়মানুসারে দরূদ এবং বাকি দোয়াটি পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

যদি দ্বিতীয় রাকাতে বৈঠক না করে উঠার সময় যদি মনে পরে যে, আমি বৈঠক করিনি তাহলে লক্ষ করতে হবে যে, বসার নিকটবর্তী বেশি নাকি দাঁড়ানোর। যদি দাড়ানোর নিকটবর্তী বেশি হয় তাহলে দারিয়ে যাবেন আর যদি বসার নিকতবর্তী হয় তাহলে বসে পড়বেন। আর যদি বৈঠক থেকে উঠার সময় মনে না পরে বরং দাঁড়ানোর কিচুক্ষন পর মনে পরে তাহলে সাধারণ নিয়মেই বাকি দুই রাকাত পুর্ন করবেন এবং শেষ রাকাতে আত্তাহিয়াতু পরার পর দুটি সেজদায়ে সাহু দিতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

যদি দ্বিতীয় রাকাতে বৈঠক না করে উঠার সময় যদি মনে পরে যায় যে,আমি বৈঠক করি নাই তাহলে লক্ষ করবেন, আপনি কি বসার নিকটবর্তী বেশি নাকি দাঁড়ানোর। যদি দাড়ানোর নিকটবর্তী বেশি হন তাহলে দাড়িয়ে যাবেন(তবে ৪র্থ রাকাতে তাশাহুদ পড়ে সেজদায়ে সাহু করবেন) আর যদি বসার নিকতবর্তী বেশী হন তাহলে বসে পড়বেন,কোন সমস্যা নাই...!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ