Call

বিতর ছালাতে দো‘আ কুনূত পড়া মুস্তাহাব, ওয়াজিব নয় (মির‘আত ৪/২৮৩ পৃঃ; আবূদাঊদ হা/১৪২৫; তিরমিযী হা/৪৬৪) । অতএব কারো যদি দো'আ কুনুত মুখস্থ না থাকে তবুও বিতর ছালাত হয়ে যাবে। কেননা বিতর ছালাতের জন্য দো'আয়ে কুনুত পড়া আবশ্যক নয়। তবে অবশ্যই দো'আয়ে কুনুত মুখস্থ করার চেষ্টা থাকতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ