শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ইফতারের সময় মানুষকে নিম্নের দোয়াগুলো পড়তে দেখা যায়, যার কোনটি ভিত্তিহীন, কোনটি মুনকার আবার কোনটি যঈফ হাদীস দ্বারা প্রমানিত। ﺍﻟﻠﻬﻢ ﺻﻤﺖ ﻟﻚ ﻭﺗﻮﻛﻠﺖ ﻋﻠﻰ ﺭﺯﻗﻚ ﻭﺃﻓﻄﺮﺕ ﺑﺮﺣﻤﺘﻚ ﻳﺎ ﺃﺭﺣﻢ ﺍﻟﺮﺍﺣﻤﻴﻦ উক্ত দো‘আ পড়ার কোন দলীল নেই। উক্ত দো‘আ ভিত্তিহীন ও বানোয়াট। মোল্লা আলী ক্বারী হানাফী (রহঃ) বলেন, এটি মানুষের মুখের প্রচলিত কথা মাত্র। এর কোন ভিত্তি নেই (মিরক্বাতুল মাফাতীহ ৬/৩০৪ পৃঃ) । এছাড়া কোন কোন স্থানে নিম্নোক্ত দো‘আটিও চালু আছে- ﺑﺎﺳﻢ ﺍﻟﻠﻪ ﻭﺍﻟﺤﻤﺪ ﻟﻠﻪ ﺍﻟﻠﻬﻢ ﻟﻚ ﺻﻤﺖ ﻭﻋﻠﻰ ﺭﺯﻗﻚ ﺃﻓﻄﺮﺕ ﻭﻋﻠﻴﻚ ﺗﻮﻛﻠﺖ ﺳﺒﺤﺎﻧﻚ ﻭﺑﺤﻤﺪﻙ ﺗﻘﺒﻠﻪ ﻣﻨﻲ ﺇﻧﻚ ﺃﻧﺖ ﺍﻟﺴﻤﻴﻊ ﺍﻟﻌﻠﻴﻢ - কিন্তু উক্ত মর্মে বর্ণিত হাদীছটিও মুনকার, যা অগ্রহণযোগ্য। (সিলসিলা যঈফাহ হা/৬৯৯৬) । তাছাড়াও ‘আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া ‘আলা রিযক্বিকা আফতারতু’ মর্মে সমাজে যে দো‘আ চালু আছে সেটাও যঈফ হাদীস দ্বারা প্রমানিত। (যঈফ আবুদাঊদ হা/২৩৫৮; মিশকাত হা/১৯৯৪) । অতএব ইফতারের সময় সাধারণ দো‘আ হিসাবে ‘বিসমিল্লাহ’ বলাই উচিত। আল্লাহ আমাদের প্রকৃত হক্ব বুঝার তাওফিক দিন। আমীন!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ