Unknown

Call
এর কোনো উত্তর নেই, এক কথায় অযৌক্তিক। ভাইরাল হওয়াতেই যত বিপত্তি!


তবে প্রশ্নে যদি আগুনে পুড়ালে ৩ কেজি না হয়ে ৪ কেজি হত তাহলে উত্তরটা সালফার বলা যেতে পারে, অন্তত গোঁজামিল দিয়ে!

পানির ঘনত্ব সাফলারে অর্ধেক। তাই ২ কেজি সালফার পানিতে নিমজ্জিত অবস্থায় ওজন করলে ১ কেজি হবে।

আর সালফার পুড়লে হয় সালফারডাই অক্সাইড, যার ভর সালফারের দ্বিগুন। (সালফারের পারমাণবিক ভর ৩২, আর সালফার-ডাই-অক্সাইডের ৬৪)


আবার উত্তরটা ইটও বলা যেতো যদি প্রশ্ন এমন হতো- শুকালে ওজন কমে যায়, পুড়লে বেড়ে যায় এবং ভেজালে আরও বেড়ে যায়।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ