এক কেজি লোহা ভারী হবে, নাকি এক কেজি তুলা ভারী হবে?
শেয়ার করুন বন্ধুর সাথে
AbulBasher

Call

সমান, কারন দুইটার ওজনই ১ কেজি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
biggan

Call
অবশ্যই, এক কেজি তুলা ভারী হবে।

ব্যাখ্যা:
এক কেজি তুলা বা এক কেজি লোহা বলতে সাধারণত আমরা তাদের বায়ুতে ওজন বুঝি। কিন্তু এই ওজন তাদের প্রকৃত ওজন নয়, এটি আপাত ওজন। এক কেজি তুলার আয়তন এক কেজি লোহা অপেক্ষা বেশি। কাজেই তুলা অধিক বায়ু অপসারণ করবে। এই কারনে তার ওজন-হ্রাসও অধিক হবে। কিন্তু বায়ুশুন্য স্থানে ওজন করলে তাদের প্রকৃত ওজন পাওয়া যাবে এবং ঊর্দ্ধঘাত না থাকার কারনে তুলাই বেশি ভারী হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ভাই লোহা ও ১কেজি তুলাও ১কেজি ওজনটাতো এক তবে তুলাটা বেশি দেখায়

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ