আমার। Android phone বেি charge টিকে না তোমরা কি বএতে পার কোন সফটওয়্যার ব্যবহার করলে বেশি charge টিকবে
Share with your friends

ব্যাটারির চার্জ Save করবে এমন সফট্ওয়্যার আবিষ্কার হয়েছে বলে আমার মনে হয় না । বরং, ঐ সফট্ওয়্যারটা আপনি যখন চালু করবেন, তখন আরো বেশী চার্জ ব্যায় হবে । এরকম সফট্ওয়্যারের কথা যদি শুনে থাকেন তো সেটা ভুয়া ।

Talk Doctor Online in Bissoy App

প্রকৃতপক্ষে চার্জ সেভ করে এমন কোন App আছে বলে আমার মনে হয়না। যে অ্যাপ গুলো মানুষ ব্যবহার করে চার্জ সেভ করার জন্য সেগুলো বরং চার্জ নষ্ট করে সেটা পরিক্ষিত। আসি নিজেই পরীক্ষা করেছি। আপনি বরং কিছু নিয়মনীতি মেনে চললে চার্জ সেভ হওয়া সম্ভাবনা আছে। *ডাটা সবসময় খোলা রাখবেন না। * Wifi বন্ধ রাখুন। * ব্লুটুথ হেডফোন বন্ধ রাখুন। * লাঞ্চার ব্যবহার না করাই উত্তম। * মোবাইল পরিষষ্কার রাখার জন্য 360 scurity / Clean Master এই জাতীয় যা অ্যাপ আছে আন-ইন্সটল করে দিতে পারেন। *আ্যাপ্লিকেশন অফ রাখার চেষ্টা করবেন। ( Application info - Forece Stop করে দিবেন).। তাছাড়া সিম নেটওয়ার্ক স্ট্যান্ডবাই থাকার জন্য চার্জ নষ্ট হয়ে থাকে.... ইত্যাদি।

Talk Doctor Online in Bissoy App