Call

এখন চাইলেই ওয়াই-ফাই আছে এমন মোবাইলে, ট্যাবলেটে বা অন্যান্য ডিভাইসে ওয়াই-ফাই ব্যবহার করা যায়। এর জন্য বিভিন্ন টুলস পাওয়া যায়। এর মধ্যে ভার্চুয়াল রাউটার প্লাস অন্যতম ফ্রিওয়ার এবং পোর্টেবল। সফটওয়্যারটি পোর্টেবল বিধায় ইনস্টল করার প্রয়োজন নেই। ১৫০ কিলোবাইটের এই সফটওয়্যারটি খুব দারুন কাজ করে। ওয়াই-ফাই এর সফটওয়্যারটি আনজিপ করে চালু করতে হবে। এবং এরপর এই রাউটার চালু করে নেটওয়ার্কের নাম, পাসওয়ার্ড এবং ইন্টারনেট শেয়ারের ল্যানটি নির্ধারণ করে start virtual router plus বাটনে ক্লিক করে শুরু করে দিন ওয়াই-ফাই এর ব্যবহার।

Talk Doctor Online in Bissoy App
shantoma

Call

আপনি WiFi তালিকা ভুক্ত এরিয়ার কাছে থাকলে, আপনি প্রথমে মোবাইলের WiFi on করবেন। কিছু সময়ের মধ্যে আপনার phoner display তে যেসব Wifi আছে তার নাম চলে আসবে এবং যেটায় ভাল নেট পাবে সেটাই connect করবে। R লক দেয়া থাকলে এবং password জানা থাকলে, passwords দিয়ে connect করুন। এখন নিজের ইচ্ছা মতো downward, movies etc করুন।।।।।।।। ANSWERED BY SR SHANTO

Talk Doctor Online in Bissoy App