বাসায় প্রচুর ছারপোকা উপদ্রব
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ছারপোকার উপদ্রব থেকে বাঁচার উপায় : - অগোছালো অতিরিক্ত আসবাবপত্রের ঘরে ছারপোকার উপদ্রব সবচাইতে বেশি হয়। তাই ঘর পরিপাটি গোছানো রাখুন। বাড়তি আসবাবপত্র ও নোংরা জিনিস একেবারেই ঘরে রাখবেন না। - বিছানা, বালিশ ও সোফা সব পরিষ্কার রাখুন খুব ভালো করে। ধুয়ে পরিষ্কার রাখুন এবং প্রয়োজনে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিন। এতে করে কোনায় লুকিয়ে থাকা ছারপোকা নির্বংশ করতে পারবেন। - বিছানার তোষক, বালিশ, সোফার গদি, লেপ কম্বল খুব কড়া রোদে দিয়ে শুকিয়ে নেবেন। এতে করে ছারপোকা খুব দ্রুত পালাবে। - দোকান থেকে পোকামাকড় মারার ঔষধ কিনে ঘরে রাখুন। এবং সন্দেহজনক স্থানে কিছুটা স্প্রে করে দিন। তবে সাবধান থাকবেন পোকা মারার ঔষধের ক্ষেত্রে। মানুষের সংস্পর্শে না আসাই ভালো। - এই পদ্ধতিটি খুব বেশি প্রচলিত না হলেও এতে উপকার পাওয়া যায় অনেক। স্টিমিং মেশিন বাজারে কিনতে পাওয়া যায়। এই মেশিন ব্যবহার করে তোষক, বালিশ, কম্বল, লেপ ও সোফায় ষ্টীম দিয়ে দিন। এতে করে ছারপোকা ও ছারপোকার ডিম ধ্বংস হবে। - ছারপোকা দূর হয়েছে মনে করে এইসকল কাজ করা একেবারে বন্ধ করে দেবেন না। যদি মনে হয় ছারপোকা দূর হয়েছে তার পরও সপ্তাহে ১ বার এই কাজগুলো করতে থাকুন। তা না হলে আবার উপদ্রব হতে পারে ছারপোকার। সূত্রঃ প্রিয় ডট কম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
AbdulHalim

Call

ব্যবহৃত সবকিছু পরিষ্কার করে ফেলুন,বালিশের কভার,বিছানা চাদর গরম পানি দিয়ে ধুয়ে ফেলুল৤অন্য যেসব ধোয়া যাবেনা যেমন বালিশ,বেড ইত্যাদি রোদে দিন৤মনে রাখবেন ছারপোকা থাকে খাটের চিপায়,তাই গরম পানি দিয়ে পুরো খাট ভালো করে ধুয়ে ফেলুন সম্ভব হলে পুরো রুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন৤এসব কাজ একই দিন করতে হবে৤আর সব সময় বিছানা রুম পরিস্কার রাখবেন৤(অপেক্ষাকৃত সহজ এবং ঘরোয়া সমাধান)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ