আমার রক্তের গ্রুপ আর জিএফ এর রক্তের গ্রুপ ও পজেটিপ আমাদের কি সমস্যা হতে পারে?
Share with your friends
Call

স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ একই হলে কোন সমস্যা নেই। তবে স্ত্রীর ব্লাড গ্রুপ যদি নেগেটিভ (যেমন O-) হয়, আর স্বামীর যদি পজিটিভ ব্লাড গ্রুপ (যেমন O+) থাকে, তাহলে তাদের সন্তানের অ্যানিমিয়া অর্থাৎ রক্তাল্পতা রোগ হওয়ার সম্ভাবনা থাকে। তবে এ সম্ভাবনা তাদের প্রথম সন্তানের ক্ষেত্রে কম, দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে বেশী হওয়ার সম্ভবনা থাকে।

Talk Doctor Online in Bissoy App