Call

হস্থমৈথুন করা ইসলামে স্পষ্ট কবীরা গুনাহ। তাই আগে এই বদ-অভ্যাস ছাড়া বাঞ্চনীয়। পরে কাউকে স্পর্শ করা যাবে কিনা সেই ফতোয়ার বিষয়টি সামনে আসবে। তবে নাপাক অবস্থায় কাউকে স্পর্শ করলে সেও নাপাক হয়ে যায়না। কেননা নাপাকী কোন ছোঁয়াচে বিষয় নয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

> হস্তমৈথুন করা ইসলামের আইন অনুযায়ী কবিরা গুনাহ, > আর কবিরা গুনাহ যাহা তাওবা ছারা মাফ হয়না, >একটা কবিরা গুনাহ জান্নাত থেকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট,  > তাই এই গুনাহ আমাদের না করাই উত্তম।  > তার পরে আসছে নাপাকের বিষয়;  > যদি কোনো ব্যক্তি নাপাক থাকা অবস্থায় অন্য এক পাক পবিত্র ব্যক্তিকে স্পর্শ করে তাহলে সে নাপাক হবেনা। > কেননা ইসলামে স্পর্শ দ্বারা পাক নাপাকের কোনো সম্পর্ক  নাই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ