MMRMahfuz

Call

স্ত্রী সহবাস বা গোসল ফরজ হওয়ার পর অবশ্যই গোসল করতে হবে। অন্যথায় নামায তো হবেই না, বরং ঈমান চলে যাওয়ার আশংকা রয়েছে। তবে গোসল না করার শরয়ী কোনো ওযর থাকলে সে ক্ষেত্রে তায়াম্মুম করতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেন: ان كنتم جنبا فطهرو

অর্থ: যদি তোমরা জুনুবী তথা নাপাক থাকো তাহলে পবিত্রতা

অর্জন করো। সেক্ষেত্রে সহবাস করারপর তো মানুষ হদসে আকবার তথা বড় নাপাকির সাথে সম্পৃক্ত হয়। তাই তারজন্য গোসল করা ফরজ হয়ে যায়। সুতরাং এটা জানার পর ও যে

ব্যাক্তি এ ধৃস্টতাপূর্ন আচারন করলো সে তো মারাত্নক গুনাহগার হবে ।তার ঈমান চলে যাওয়ার ও আশংকা রয়েছে। তাই এখনি আল্লাহর কাছে তওবা করে এ কাজ থেকে ফিরে আসা দরকার এবং সুস্থ ইসলামীক জীপন যাপন করা উচিৎ। আর অধিক পরিমানে দ্বীনি মাসআলা মাসায়েল জানা উচিৎ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ