শেয়ার করুন বন্ধুর সাথে

সুলেমান নবি মারা যাবার পর লাঠির উপার ভর দিয়ে দাড়িয়ে ছিলেন|

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
NayemMonir

Call

হযরত সুলাইমান (আ.) লাঠিতে ভর দেওয়া অবস্থআয় মৃত্যুবরণ করেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Fuler Papri

Call

হযরত সুলাইমান(আঃ) মৃত্যুর পর তার লাঠির উপর দাঁড়িয়ে ছিলেন ।  কারন তিনি জ্বিন জাতি দ্বারা একটি মসজিদ নির্মান করতে চেয়েছিলেন  । জ্বিন জাতি খুবই উশৃঙ্খল ছিল তারা সুলাইমান(আঃ) না থাকলে কাজ করতো না । তাই তিনি তাদের কে কাজ করতে দেখে লাঠির উপর ভর করে দাড়িয়েছিলেন এরপর মালাকুল মউত এসে তার জান কবজ করে  । তিনি ওভাবেই মসজিদ নির্মান শেষ না হওয়া অবধি দাড়িয়েছিলেন মৃত অবস্থায়  অবশেষে উই পোকা যখন সুলাইমান(আঃ) এর লাঠির গোড়া খেয়ে ফেললো তখন সুলাইমান(আঃ) ধপাস করে মাটিতে পরে গেলেন । জ্বীনরা তখন বুঝতে পারলো তিনি ইন্তেকাল করেছেন মসজিদ বানানোও সম্পূর্ন হয়ে গেছে  । সেই মসজিদটি এখনো আছে  জেরুজালেম এ এটিই মুসলিমদের তথা আমাদের প্রথম কেবলা ছিল  এর নাম ঃ- ""বাইতুল মুকাদ্দিস"" ।  এটি সম্পূর্ন জ্বীন দ্বারা তৈরী কৃত মসজিদ  ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ