সাধারনত শহরে দেখা যায় ট্রাফিকপুলিশ সাদা জামা ও সাদা ছাতা ব্যাবহার করে। কিন্তু কেন সাদা জামা ও সাদা ছাতা ব্যাবহার করে?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

সারাদিন রোদে থেকে ডিউটি করতে হয় বলে সাদা পোশাক পরা হয় কেননা সাদা রং অন্যান্য রঙ্গের চেয়ে তুলনামূলক কম তাপ শোষণ করে। তাছাড়াও সাদা রঙ চোখে ফোটে বেশি ফলে যানবাহনের ড্রাইভার ও পথচারীরা সহজে লক্ষ্য করতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সাদা কাপড় তাপ বিকিরণ করে অথচ রঙ্গীণ কাপড় তাপ শোষণ করে । মূলতঃ তাপ থেকে বাঁচতেই সাদা কাপড় ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ