শেয়ার করুন বন্ধুর সাথে
Call

বিয়ে নিয়ে প্রতিটি নারীরই পুতুল খেলার বয়স হতেই স্বপ্ন থাকে। কিন্তু ছোট বেলায় কোন কন্যাশিশু কি বোঝে যে বিয়ে আসলে কী? বিয়ে কেন করে বা করতে হয়? মনে যত যাই প্রশ্ন থাকুক না কেন সময়ের সাথে সাথে যখন সে বেড়ে ওঠে তখন সে সব কিছুই বুঝতে পারে বিয়ে সম্পর্কে। তবে সারা জীবনের এই সম্পর্কের জন্য অনেক মেয়েরাই ভীত হয়ে থাকেন। আর ভীত হওয়াটাই স্বাভাবিক কারণ তাকে পুরো পরিবার রেখে চলে যেতে হয় স্বামীর সংসারে। কিন্তু একজন বিয়ের উপযুক্ত নারীর বিয়ের আগে কিছু বিষয়ে নজর দেয়া উচিত। জেনে রাখুন তাহলে। ১। প্রথমেই হবু শ্বশুরবাড়ির মানুষজনের সম্পর্কে খোজ খবর নেয়া উচিত। তা বাবা-মায়ের মাধ্যমেই হোক বা যেভাবেই হোক বিয়ের পাত্র, ভাবী, শ্বশুরবাড়ির অন্য মানুষগুলো সম্পর্কে খোঁজ নিয়ে তাদের জেনে রাখা ভাল। ২। বিয়ের পর এখনকার মতো যখন-তখন যেখানে সেখানে যাওয়া, যতক্ষণ খুশি আড্ডা নাও চলতে পারে। ভাবতে খারাপ লাগছে? মন খারাপ করার কিছু নেই, উলটো আরও মজা হতে পারে। বরং একটা নতুন লাইফস্টাইল পাবেন, নতুন মানুষের সাথে। ৩। অল্প বয়সে কে না প্রেমে পড়ে? এই ব্যাপারে হবু স্বামীর সাথে আগেই খোলামেলা কথা বলে নিন। বিয়ের পরে স্বামী অন্য কারও থেকে কিছু জেনে যাবে, সেই ভয় আর থাকবেনা। ৪। অবশ্যই রান্না শেখা উচিত। কথাটি খুব সেকালের হলেও, নানারকমের রান্না করে স্বামী, শ্বশুরবাড়ির মানুষদের খুব খুশি করা যায়। আর এর মাঝে আনন্দও আছে অনেক। তাই মা কখন কি রান্না করছে তা দেখুন কিংবা নিজে মাঝে মধ্যে কিছু রান্না করার অভ্যাস তৈরি করুন। ৫। আপনি যদি প্রেমে পড়ে থাকেন আর ঠিক করে থাকেন যে তাকেই বিয়ে করবেন তাহলে বাবা-মা যতই বাঁধা দিক না কেন, আপনার প্রেমিকের পাশে দাঁড়ান। তা হলে দেখবেন বিয়ের পরেও সে এই জন্যে আপনাকে কত ভরসা করবেন। চেষ্টা করুন বাবা-মা কে বোঝাতে,পরিবারের অন্য কাউকে দিয়ে বোঝান। বাবা-মা কতদিন আর রাগ করে থাকবেন। যখন দেখবে আপনি ভাল আছেন তারাই সবচেয়ে বেশি খুশি হবেন। ৬। যদি আপনার প্রেমের বিয়ে হয়ে থাকে তাহলে তো কোন সমস্যা নেই। কিন্তু যদি পরিবারের পছন্দে বিয়ে হয়ে থাকে তাহলে অবশ্যই হবু বরের সাথে কথা বলুন, মাঝে মাঝে দেখা করুন। নিজের মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয় গুলো আলোচনা করা উচিত তা সেরে নিন। ৭। বিয়ের আগে নারীদের উচিত অন্তত নিজের পড়ালেখাটা শেষ করা উচিত। বিশেষ করে ইউনিভার্সিটি তো অবশ্যই শেষ করা উচিত। তাতে শ্বশুরবাড়িতে আপনার সম্মান ও বৃদ্ধি পাবে। চাইলে আপনি চাকরিও করতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ