শেয়ার করুন বন্ধুর সাথে

আদতে মুদ্রার সাথে এর কোন সম্পর্ক নেই। মুদ্রা না থাকলেও মানুষের মুদ্রাদোষ ঠিকই থাকতে পারে। তাহলে নামটা মুদ্রাদোষ কেন? এক ব্যাখ্যায় বলা হয়েছে- আসলে পকেটে মুদ্রা বা টাকা থাকলে অনেকেরই বদভ্যাস তৈরী হয়। অনেকটা টাকার গরমে কিংবা প্রচুর টাকা থাকায় কর্মহীন মানুষের বেশকিছু আমুদে কিংবা প্রভাব খাটানো স্বভাবের উদ্ভব হয়। আদতে এই ব্যাখ্যা নাক খুটানো, কান চুলকানোর মত মুদ্রা দোষ ব্যাখ্যা করা যায় না বটে কিন্তু সেই অভ্যাসগুলোকে এই নামের সাথেই জুড়ে দেওয়া হয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ