নাপাক অবস্থায র্স্পশ করা যায় না এমন সব বস্তু
শেয়ার করুন বন্ধুর সাথে

নাপাক অবস্থায়, কোরআন কিংবা কোরআনের আয়াত সম্বলিত কোন কাগজ বা বস্তু স্পর্শ করা নিষিদ্ধ। (দেখুন সূরা ওয়াকেয়ার তাফসীর) নাপাক অবস্থায় কোরআন পড়াও নিষিদ্ধ। হোক তা দেখে দেখে বা মুখস্থ। ঠিক তেমনি কোরআন শ্রবণ করাও নিষিদ্ধ। এরুপ ধর্মীয় পুস্তক স্পর্শ করাও নিষিদ্ধ। নাপাক অবস্থায় ইসলামের পবিত্র স্থান সমূহও স্পর্শ করা নিষিদ্ধ। যেমন কাবা শরীফ, হাজরে আসওয়াদ ইত্যাদি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ