Call

1.লেবুর রস পান করুন এবং লেবুর রসের সাথে মধু মিশিয়ে ঠোটে লাগান।2.প্রচুর পরিমান পানি পান করতে হবে 3.দুধের সরের মাধ্যমে ঠোঁটের গোলাপি আভা ধরে রাখা যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

একটুকরো তুলোতে কাচা দুধ একটা মাখিয়ে নিয়ে ঠোঁটে আলতো করে ঘষবেন, কালো দাগ ধীরে ধীরে উঠে যাবে আর ঠোঁট এ গোলাপী আভা আসবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

কালো ঠুট গোলাপি করার সহজ পদ্বতি হলো লেবুর টুকরার মধ্য চিনি মিশিয়ে নিয়মিত ঠুটে ঘসলে ঠুট গোলাপি হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আমি আপনার বিষয়টা বুঝতে পারছি ঠিক আপনার মত আমারও একই অবস্থা হয়েছিল! আপনি দয়া করে বাজার থেকে একটি মলম কিনে নিন যার নাম image (বেটনোভেট এন অয়েন্টমেন্ট)+ এটা সর্বোচ্চ 80 টাকা নিতে পারে অথবা (বেটনোভেট সি-এল) এটা সর্বোচ্চ 100 টাকা নিতে পারে

এটি সকল ঔষধের দোকানে পাওয়া যাবে... মলমটা কিনার পর মলমটা আপনি প্রতিদিন নিয়মিত ব্যবহার করবেন এটি রাতে ঘুমাতে যাওয়ার আগে ঠোঁটে লাগিয়ে ঘুমাবেন এটা মুখের জন্য কাজ করে এটি যে স্থানে লাগাবেন শেখান ফর্সা হয়ে যাবে..যদিও এই মলম এর কার্যকারিতা ব্যথার বা কাটা ছেড়ার জন্য কিন্তু কোন ভয় নাই আমি এটি প্রায় দুই বছর যাবত ব্যবহার করে আসছি.. এবং এটি আমি ডাক্তার এবং আমার বড় ভাইয়ের পরামর্শ অনুসারে ব্যবহার করছি... তবে আপনার যখন ইচ্ছা যেমন বাইরে কোথাও বেরোলে এটি ঠোঁটে হালকা লাগিয়ে বের হতে পারেন...এটি যত বেশি আপনার ঠোঁটে লাগানো থাকবে ততই দ্রুত আপনার ঠোঁট পরিষ্কার হবে এবং নিয়মিত ব্যবহারে আপনি এক সপ্তাহের ভিতরে সুফল পাবেন..দেখবেন আপনার ঠোঁট কালো থেকে টকটকে লাল হয়ে গেছে. .

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ