শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনি কোন্ ধরনের পার্টিতে যাচ্ছেন তার ওপর নির্ভর করবে চুলের সাজ কেমন হবে। যেকোনো পার্টিতে আপনার পোশাকের সঙ্গে মিলিয়ে সাজিয়ে নিন আপনার চুল। শাড়ির সঙ্গে মানিয়ে আপনি করতে পারেন খোঁপা। এছাড়া চুল যে বাঁধতেই হবে এমন কোনো কথা নেই। সামনের দিকে হালকা ফুলিয়ে চুল পেছনে ছেড়ে দিতে পারেন। সালোয়ার-কামিজের সঙ্গেও ছেড়ে রাখতে পারেন চুল। সেক্ষেত্রে চুলের একটি সুন্দর কাট দিয়ে নিন। আপনার চুলের সঙ্গে রঙিন হেয়ার এক্সটেনশন করে বদলে দিতে পারেন আপনার চেহারা। তবে এক্ষেত্রে পোশাকের রঙের দিকটি মাথায় রাখুন। ফতুয়া ও জিন্সের সঙ্গে খোঁপা মানানসই হবে না। তাই পাশ্চাত্য পোশাকের সঙ্গে খুলে দিন চুল অথবা সামনের দিকে ব্যাককম্ব করে একটু ফুলিয়ে দিতে পারেন। বড় বা মাঝারি চুলও সম্ভব হলে ছেড়ে দিতে পারেন। চুলগুলো বেঁধে নিন হাফনট স্টাইলে। অর্ধেক চুলে হাফনট করে তাতে শক্ত করে আটকে দিন ড্রেসের রঙের সঙ্গে মানানসই পাথর বসানো পাঞ্চ ক্লিপ দিয়ে। সাধারণ হাতখোঁপা করে তাতে ব্যবহার করতে পারেন রুপার তৈরি কাঁটা। এটি চুলের সাজে আভিজাত্য ফুটিয়ে তোলে। এছাড়া মাঝারি লম্বা চুলে বেণী করে তাতে লাগানো যেতে পারে বাহারি রঙের ফুল। তবে হেয়ার ড্রায়ার বা আয়রন ব্যবহার করে চুলের ধরন পাল্টানো থেকে যথাসম্ভব বিরত থাকার চেষ্টা করুন, কারণ তাতে সাময়িক ভালো লাগলেও একটু বাদেই চুল হয়ে উঠে রুক্ষ l তাই প্রাকৃতিক সৌন্দর্য্যই ভালো সেক্ষেত্রে l তবে যাই করুন না কেন, অবশ্যই আগের দিন বা শ্যম্পু করবার আগে চুলে হট অয়েল ম্যাসাজ করে নিতে ভুলবেন না l ঝলমলে চুলের জন্য এই টিপস সবসময়ই জরুরি l

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ