শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনি যদিও বা প্রশ্নকর্তা এরপর ও বলব ভালবাসা আগে হয় নাকি ভালো লাগা আগে হয় তা আপনি যেমন কম বেশী তেমনি আবার যারা ভালবাসা নাম উচ্চারণ করে তাদের মধ্যেও সবাই জানে কম বেশী.এরপর ও আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আজ একটু বেতিক্রম ধর্মী একটা উদাহরণ দিয়ে বুঝাবো.যেমন মনে করেন আমরা যখন প্রথম দিন স্কুল এ যায় তখন কিন্তূ আমাদের তেমন একটা ভালো লাগেনা.প্রথম প্রথম স্কুল ফাকি দেওয়ার প্রবণতা কিন্তূ কম বেশী সবার এই ছিল.কিন্তূ যখন দেখা যায় যে,স্কুল এ যেতে যেতে ২/৪ জন বন্ধু-বান্ধবী যোগাড় হয়ে যায় কিংবা স্কুল শিক্ষকের প্রতি আসতে আসতে ভালো লাগা তৈরী হয় তখন কিন্তূ বন্ধের দিন ও মাঝে মাঝে স্কুল এর অনেক বেশী খারাপ লাগত.আর সেই ভালো লাগাটাই হলো ভালবাসার একটা অন্যতম কারণ.তাই এখন আমি বলব আপনি যখন একটা মেয়ে কিংবা ছেলে কে নিয়মিত ফলো up করবেন দেখবেন আসতে আসতে তার হাটা-চলা-কিংবা পদচারণ,কথা-বা আচার-আচরণ,লিখা-পড়া কিংবা শ্রেণী কক্ষে মনোযোগিতা,তার হাসি,দৃষ্টি ভঙ্গি কিংবা চারিত্রিক গুনাবলী যেটাই হোক না কেন আপনি দিন দিন তারপ্রতি দুর্বল হয়ে পরবেন.কথা বলতে ইচ্ছা করবে,তার অনুপস্থিতি আপনাকে মারাত্মক ভাবে কষ্ট দিবে, এই সব হলো তার প্রতি আপনার ভালো লাগা.ঠিক এইভাবে চলতে চলতে একদিন তাকে বলেও বসতে পারেন যে,(......) আমি তোমাকে ভালোবেসে ফেলেছি.তাই আমি সাফ কথায় বলতে চাই ভালবাসা নয় ভালোলাগা থেকেই ভালবাসার সৃষ্টি.

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ