সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি প্রস্ন।আসলে ব্যাচেলর সে ছেলে বা মেয়ে হোক ভাল একটি বাসা পাওয়া সত্যিই দুস্কর।তবে ছেলেরা একটু সহজে বাসা পেলেও মেয়েরা অনেক কষ্ট করে বাসা পেয়ে থাকে।কিছু সামাজিক নিরাপত্তা এবং নিয়মের কারনে এমনটি হয়ে থাকে।নৈতিকতা বা সরলতা এই জাতীয় কিছু না যেমনটি অন্য উত্তর দাতারা বলার চেষ্টা করেছেন।আসল কারন অন্য কিছু। এটা আমরা সবাই জানি যে, আমাদের সমাজে মেয়েদের নিরাপত্তা ব্যাবস্থা তেমন শক্ত নয়।তাই মেয়েদের বাসা ভাড়া দেওয়ার আগে একজন বাড়িওয়ালা তাদের নিরাপত্তার বিষয়টি আগে ভাবেন।কজন ছেলে যদি নিজেরা কোন অঘটন না ঘটায় তবে তাদের নিরাপত্তা ব্যাবস্থায় তেমন কোন হুমকি থাকে না।তবে মেয়েদের বেলায় এর সম্পূর্ণ বিপরিত।মেয়েরা না চাইলেও অনেক ব্যাচেলর মেয়েকে অভিভাবক হীন ভেবে বা অভিভাবক কাছে নেই মনে করে বখাটেরা ক্ষতিকর কিছু করার চিন্তা করলেও করতে পারে যা খুবই ঝুঁকিপূর্ণ। এখন কোন বাড়িওয়ালাই এই অভিভাবকের দায়িত্ব নিতে নারাজ।কারন কোন অঘটন ঘটলে ছেলেদের পত্রপাঠ বিদায় করে দেওয়া যায় মেয়েদের বেলায় সেটা কোনভাবেই সম্ভব নয়। আমাদের বর্তমানের পুরুষ নিয়ন্ত্রিত সমাজ ব্যাবস্থায় মেয়েদের নিরাপত্তা এতটাই নাজুক যে, কলেজ বা স্কুলে যাওয়ার পথে দিনে দুপুরে মেয়েরা নির্যাতনের শিকার হয়। একটি বাসায় কতগুলো মেয়ে একা একা অভিভাবক ছাড়া আছে জানলে এলাকার বখাটেদের সহজ টার্গেট হয় ব্যাচেলর মেয়েরা।সময় অসময় বিভিন্নভাবে তাদের বিরক্ত করা বা বাড়ির আসে পাশে অবস্থান নিয়ে তাদের প্রাত্যাহিক কর্মকাণ্ডে বাধাদান ছেলেদের জন্য খুবই মজার একটি কাজ।তাই কোন বাড়িওয়ালা এই বাড়তি ঝামেলা যা কিনা ছেলেরা তৈরি করে পোহাতে রাজি হয় না তাই মেয়েদের বাড়ি ভাড়া দিতে তারা নারাজ।ছেলেরা ব্যাচেলার হিসেবে বাসা পায় না তাদের নিজস্ব কারনে কোনভাবেই মেয়েদের কারনে নয়।আমরা বিভিন্ন অনুষ্ঠানে দেখেছি মেয়েদের হলের সামনে ছেলেদের কি অশ্লীলিন উদ্দ্যাম উন্মাদনা।কিন্তু কোন ছেলেদের হলের সামনে মেয়েদের কোন উন্মাদনা কোনদিন দেখেছি বলে মনে পরে না।তবে এই কথাটি সব ছেলে বা মেয়েদের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য নয়।আসুন আমরা ছেলেদের ছেলে বা মেয়েদের শুধু মেয়ে না ভেবে মানুষ হিসেবে ভালবাসি, মুল্যায়ন করি।তাতে অনেক কঠিন কঠিন সমস্যার সমাধান হয়ে যাবে। সবাই ভাল থাকুন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ