Unknown

Call

নবী পত্নীদের অন্য কেউ বিবাহ করলে নতুন করে সমস্যা সৃষ্টি হতো, সবাই তাদের বিয়ে করতে চাইতো এবং নবীর স্ত্রীকে বিয়ে করার কারনে অহংকার প্রকাশ করতো। সার্বিক একটা অরাজকতার সৃষ্টি হতো। আর আপনি কোথায় পেয়েছেন যে নবীপত্নীদের মা ডাকা হয়???? হযরত মুহম্মদ (স.) তাঁর মেয়েকে মা ফাতিমা ডাকতেন তাই মুসলিমরাও ডাকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

নবীপত্নী তথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ মু'মিনদের মা। অবশ্যই তাঁরা মুমিনদের মা।


নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল স্ত্রীদের বলা হয়, "উম্মাহাতুল মু'মিনীন" (বহুবচন) তথা "বিশ্বাসীদের মায়েরা"।


আর তাঁর একেকজন স্ত্রীকে বলা হয় "উম্মুল মু'মিনীন" (একবচন) "বিশ্বাসীদের মা"।


আল্লাহ তা'আলা বলেছেন,


ﺍﻟﻨَّﺒِﻲُّ ﺃَﻭْﻟَﻰ ﺑِﺎﻟْﻤُﺆْﻣِﻨِﻴﻦَ ﻣِﻦْ ﺃَﻧْﻔُﺴِﻬِﻢْ ﻭَﺃَﺯْﻭَﺍﺟُﻪُ ﺃُﻣَّﻬَﺎﺗُﻬُﻢْ


অর্থাৎ "নবী মুমিনদের নিকটে তাদের নিজেদের প্রাণের চাইতেও অধিক নিকটবর্তী। আর নবীর স্ত্রীরা তাদের মা।"


[সূরায়ে আহযাব, আয়াত ৬]

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ