শেয়ার করুন বন্ধুর সাথে
Kaisarrand1

Call

মশার কামড় আমরা কম বেশি সবাই খেয়েছি। পুরুষ মশা সাধারণত কামড়ায় না কারণ এদের খাবার রক্ত না। রক্ত খায় একমাত্র স্ত্রী মশা। সম্প্রতি এক গবেষণায় বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন স্ত্রী অ্যানোফিলিস মশা ছেলেদের চেয়ে মেয়েদের বেশি পছন্দ করে , ফলে তাদের বেশি কামড়ায় । বিজ্ঞানীরা আরো বলেছেন , পুরুষ অপেক্ষা মেয়েদের ঘামের সঙ্গে কয়েক ধরনের অ্যামিনো অ্যাসিড বেশি পরিমাণে বেরিয়ে আসে । মেয়েদের চামড়ায় ওই কয়েকটি অ্যামিনো অ্যাসিডের আধিক্য স্ত্রী মশাকে ছেলেদের চেয়ে মেয়েদের দিকেই বেশি আকর্ষণ করে । ফলে মেয়েদের তুলনামুলকভাবে মশার কামড় বেশি খেতে হয় । এছাড়াও এক ধরনের হরমোন মেয়েদের ঘামের ভেতর দিয়ে বেশি বেরিয়ে আসে । এ হরমোনের জন্যও মশা মেয়েদের গায়ে বেশি বসে । ফলে মেয়েরা মশার কামড়ও বেশি খায় ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ