Call

১.প্রধান শিক্ষক একটা বিদ্যালয় এর সর্বেসর্বা, তার কথা সবাইকে মেনে চলতে হয়।সুতরাং তার আদেশ শুনতে সবাই বাধ্য। ২.কথায় আছে "গাছ পরিপূর্ণ হলেইতো ফল ধরবে"আর একজন আদর্শ প্রধান শিক্ষক হলে তার স্কুল ও হবে পরিপূর্ণ। ৩.তিনি স্কুলের সামগ্রিক উন্নয়নে রুল তৈরি করে দতে পারেন,যা অবশ্যই পালনীয়। ৪.সর্বদা ক্লাস মনিটরিং এর মাধ্যমে শিক্ষার মান বৃদ্ধি কর‍্যে পারেন। ৫.নিজের শ্রম ও মেধাকে কাজে লাগিয়ে হতে পারেন সেরা স্কুলের সেরা প্রধান শিক্ষক,এজন্য তার সঠিক কাজ,সঠিক সিদ্ধান্ত গ্রহন যথাসময়ে,এটাই যথেষ্ট।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Mdnurnabi

Call

প্রধান শিক্ষক হল বিদ্যালয়ের মূল নায়ক।তিনি বিদ্যালয়কে কিভাবে পরিচালিত করবেন এর উপর নির্ভর করে বিদ্যালয়ের উন্নতি বা অবনতি।তিনি বিদ্যালয়ের পরিচালনা পর্ষদকে নতুন নতুন সিষ্টেমে পরিচালিত করার দাবি রাখে।বিদ্যালয়ের জন্য কোনটি ভালো হবে আর কোনটি ভালো হবে না তিনি ঠিক করেন।সব শেনীর শিক্ষককে বিদ্যালয় পরিচালিত করার নতুন গাইডলাইন যে কোন সময় দেয়ার অধিকার রাখে।প্রধান শিক্ষক এর অনুপস্থিত মানে বিদ্যালয়ের বারোটা বাজার ঘন্টা।বিদ্যালযের জন্য নতুন নতুন সিষ্টেম সর্বপ্রথম প্রধান শিক্ষকের নিকট উপর থেকে মানে শিক্ষা মন্ত্রনালয় থেকে তার নিকট প্রেরিত হয়।তারপর অন্যান্য শিক্ষকরা জানতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ