বেশ কিছু দিন ধরে লক্ষ্য করছি যে সদস্য salehahmed (labib) উনাকে কেউ সতর্ক করলে উনি এডমিন ভাইয়েরা চেক করার আগে নিজে নিজেই সতর্ক তুলে নেন এবং কে কি কারণে সতর্ক করেছে তা ও মুছে ফেলেন।(আমার কাছে ‍স্ক্রিনশন সহ প্রমান আছে)আমার প্রশ্ন হচ্ছে উনি নিজে কেন ইডিট করবেন?কেউ যদি উনাকে ভুল সতর্ক করে অর্থাৎ উনার প্রশ্নে / উত্তরে ভুল না থাকে তাহলেত উনার পয়েন্ট কাটা যাবে না নিজে ইডিট করার তো প্রয়োজন নাই। উনাকে অতিরিক্ত সুবিধাদি দেওয়া হয়েছে এ জন্যই কি উনি এর সদব্যবহার করছেন? আমার ধারনা উনি আমার এবং সাধারণ সদস্যদের মত আপনাদের (এডমিন) দেরকে ও বোকা বানাচ্ছেন আমরা বুঝতে ও পারি না।আরেকটা সমস্যা হল প্রশ্ন/ সম্পাদন করার পর এটা কে সম্পাদন করেছেন কতৃপক্ষ না প্রশ্নকারী নিজে (হিস্টরী) তা দেখা যায় না হয়তো অতিরিক্ত সুবিধাদির কারনে এটা হয়।কতৃপক্ষ সম্পাদনের পর ‍যদি কোন ভাবে বুঝা যেত তাহলে এই সুযোগ থাকতো না।আমার মতে আমরা যারা এই সাইটে কাজ করি তাদের উদ্দেশ্য শুধু টাকা পাওয়া ই নয় সাইটের উন্নয়ন/সুশৃংখলা বজায় রাখা। বিষয় গুলো আমি সাইটের সম্মানিত এডমিন ভাই কে অবগত করেছি।উনি আমাকে আশা দিয়েছেন যে আর এরকম হলে উনার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে। আমি বিশ্বাস করি যে Bissoy Answers যে কোন অনিয়মের প্রশ্রয় দেয় না।আশা করি কতৃপক্ষ বিষয় গুলো গুরুত্বের সাথে দেখবেন এবং আমার মত সকল সাধারণ সদস্যদের উপকৃত করবেন। ধন্যবাদ... আহমেদ বিডি
Share with your friends
bissoy

Call

ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ মত প্রকাশ করার জন্য। Bissoy Answers কোন অনিয়মের প্রশ্রয় দেয় না। আমরা প্রতিটি অভিযোগ অত্যান্ত নির্ভুলভাবে দেখার চেষ্টা করি। এজন্য আপনাদের অভিযোগের উত্তর দিতে আমাদের একটু বেশী সময় লাগে। আমরা আমাদের প্রতিটি সদস্যের কার্যক্রম নিবিড় ভাবে পর্যবেক্ষণ করে থাকি। তাদের মধ্যে যারা সবচেয়ে ভালো কাজ করতে পারে ভুলভ্রান্তি কম করে এবং দুর্নীতির প্রশ্রয় দেয় না তাদের আমরা বিশেষ কিছু ক্ষমতা দিয়ে থাকি। এ বিশেষ ক্ষমতা অর্জনকারীদের মধ্যে salehahmed (labib) সাহেব অন্যতম। আপনি আমাদের নিকট অভিযোগ করেন যে salehahmed (labib) সাহেবকে সতর্ক করে দিলে উনি সতর্ক তুলে ফেলে , সম্পাদনা করে এবং আমাদের চোখে ফাকি দেয়। আপনার এ অভিযোগটি আমরা পরিক্ষা করে দেখি এবং আপনার অভিযোগটি আমরা পরিক্ষা করে দেখি এবং তা সঠিক প্রমাণিত হয়। তখন আমরা তাকে ফোন করলে তিনি স্বীকার করেন যে তিনি নিজের কিছু প্রশ্নে এ কাজ করেছেন। আমরা তাকে পরবর্তীতে এ কাজ করতে নিষেধ করি।তিনি আমাদের প্রতিশ্রুতি দেন যে তিনি আর নিজের প্রশ্ন সম্পাদনা করবেন না। আমরা প্রতিটি সদস্যের কার্যক্রম সম্পূর্ণ রুপে দেখতে পারি।কে কখন কোন প্রশ্ন বা উত্তর কখন সম্পাদনা করে তা আপনাদের নিকট প্রদর্শিত না হলেও আমাদের নিকট প্রদর্শিত হয়। এজন্য আমাদের চোখে কেউ ফাকি দেয়ার চেষ্টা করলে আমরা ধরতে পারি। আপনি আমাদের কাছে আবারো অভিযোগ করেন করেন যে salehahmed (labib) সাহেবকে সতর্ক করে দিলে উনি সতর্ক তুলে ফেলে , সম্পাদনা করে এবং আমাদের চোখে ফাকি দেয়। আপনার এ অভিযোগটি আমরা পরিক্ষা করে দেখি এবং আপনার অভিযোগটি আমরা আবারো পরিক্ষা করে দেখি এবং তা ভুল প্রমাণিত হয়।এজন্য সদস্য salehahmed (labib) সাহেবের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া আমাদের পক্ষে সম্ভব হলো না।

Talk Doctor Online in Bissoy App