শেয়ার করুন বন্ধুর সাথে
Sanjoyrand1

Call

১) সার্জারির পর রোগী অত্যন্ত দুর্বল হয়ে পড়েন এবং শরীরের রক্তও কমে যায় সেজন্য যে সব খাবার শরীরে রক্ত তৈরিতে সাহায্য করে যেমন ফলমূল, চাইনিজ খেজুর, গাজর ইত্যাদি খেতে হবে। ২) রেডিও থেরাপির কারণে শরীর থেকে কিছু গুরুত্বপূর্ণ তরল কমে যায়। এই ঘাটতি পুরনের জন্য প্রচুর শাকসবজি ও ফলমূল যেমন পালংশাক, লেটুস, সদা চাইনিজ নাশপতি, কলা, আঙ্গুর ইত্যাদি খতে হবে। ৩) কেমোথেরাপির পরবর্তী খাবারঃ কেমোথেরাপির পর শরীর অত্যন্ত দুরবল হয়ে পড়ে এজন্য বিশেষ কিছু খাবার যেমন আখরোট,বাদাম,মাশরুম,বার্লি ইত্যাদি খেতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ