শেয়ার করুন বন্ধুর সাথে
Sanjoyrand1

Call

১) যাদের আউটডোর একটিভিটিজ বেশী থাকে অর্থাৎ বেশির ভাগ সময় ঘরের বাইরে থাকতে হয়। ২) পরিবারের সদস্যদের মধ্যে অন্তত দুই জন বা তার বেশী কারো এই ক্যান্সার থাকলে। ৩) যাদের চুল লাল বা সোনালী বর্ণের। ৪) যাদের চামড়া অতিরিক্ত স্পর্শকাতর বা সহজে দাগ পড়ে যায়। ৫) ছোটবেলায় অতিরিক্ত সানবার্ন হয়ে থাকলে। ৬) যারা পিচ, আলকাতরা, মিনারেল অয়েল ইত্যাদির সংস্পর্শে কাজ করেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ