শেয়ার করুন বন্ধুর সাথে
Sanjoyrand1

Call

১) মোটা মানুষঃ শারিরিক গড়ন মোটা হলে তা এই ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। ২) ডায়াবেটিক ঃ ডায়াবেটিক এর রোগী অথবা যাদের ব্লাডের গ্লুকোজ স্বাভাবিকের চেয়ে ২.৮ গুন বেশী তাদের এই ক্যান্সার হতে পারে। ৩) হাই ব্লাড প্রেসার ঃ হাই ব্লাড প্রেসার এর রোগীদের এই ক্যান্সার হতে পারে। ৪) অনিয়মিত মাসিকঃ যাদের মাসিক অনিয়মিত হয় তাদের এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অন্যদের চেয়ে ৩ গুন বেশী। ৫) যাদের মাসিক অপ্রাপ্ত বয়সে শুরু হয় এবং অধিক বয়সে শেষ হয়ঃ যাদের ১২ বছরের আগে মাসিক শুরু হয় এবং মেনোপোজ স্বাভাবিকের চেয়ে ৬ বছর পরে শেষ হয়। ৬) যাদের পলিসিসটিক ওভারিয়ান সিন্ড্রোম থাকে। ৭) যারা অনেক বেশী সন্তান প্রসব করেছেন অথবা কখনোই সন্তান জন্ম দেন নি তাদের এই ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। ৮) জরায়ুর টিউমারঃ জরায়ুতে টিউমার থাকলে তাও এই ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। ৯) যে সব মহিলারা এস্ট্রোজেন গ্রহন করেন তাদের এই ক্যান্সার হতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ