Jamiar

Call

ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আসলে এমএম কিট পাতায় মোট পাঁচটি পিল থাকে|একটি বড় ও চারটি ছোট পিল থাকে|তার মধ্যে বড় পিলটি প্রথম রাতে খেয়ে নিতে হবে| এবং প্রচুর পানি খেতে হবে। পরের দিন রাতে দুই গালের ভিতরে দুটি করে চারটি পিল ধরে রাখতে হবে|এ সময় থুথু ফেলা যাবে না| ৩০ মিনিট পর পানি দিয়ে গিলে খেয়ে নিতে হবে| এর পর অপেক্ষা করুন ৭২ ঘন্টার মধ্যেই মিন্স হয়ে যাবে ও ভ্রন বেড়িয়ে আসবে দলা দলা রক্তের মত করে। তবে হ্যা পিল গুলো সেবনের পর তলেপেটে ব্যথা হলে 6 ঘন্টা পর পর ১ করে প্যারাসিটামল (নাপা)খাবেন।প্রয়োজনে তলপেটে গরম পানি সহনীয় শ্যাক দিবেন। এছাড়াও প্যাকেটের নির্দেশনাবলী ভালো ভাবে পড়ে নিবেন|এমএম কিট সেবনের ফলে প্রচুর ব্লিডিং হতে পারে|তাই গাইনি ডাক্তারের তত্বাবধানে থেকে এই কিট সেবন করা উচিত| এবং সেবনের পরবর্তী সমস্যা গুলো উক্ত চিকিৎসক এর কাছে শেয়ার করে চিকিৎসা ও মেডিসিন  নিবেন।আসা করি বুঝতে পারছেন।

Talk Doctor Online in Bissoy App