শেয়ার করুন বন্ধুর সাথে
Call

এই পাথরগুলো দুর্লভ এবং এগুলোর কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে যা এগুলোকে মূল্যবান করেছে। যেমন হীরা দিয়ে কাঁচ কাটা যায়, সামান্য আলোয় হীরা অনেক আলোকিত হয়ে অনেকখানি জায়গা আলওকিত করতে পারে। অনেকে বিশ্বাস করে যে, পান্না নিম্নবর্ণিত কাজগুলোয় ভূমিকা রাখেঃ ১. দৃষ্টিশক্তি উন্নত করে; ২. নার্ভাস সিস্টেমকে শান্ত করে; ৩. যাদু, বানটোনা থেকে প্রতিরোধ করে; ৪. সৌভাগ্য আনয়নে ভূমিকা রাখে; ৫. বিশ্বাস ও সততা বাড়ায়; ৬. জীবনে ছন্দ আনে ইত্যাদি ইত্যাদি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ